আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই লাশ সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।
নিহত সজল পাবনা জেলার সাথিয়া উপজেলার আমাইখোলা গ্রামের বাসিন্দা মৃত বাতেন মিয়ার ছেলে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচরুখী গ্রামে সরকারের অধিগ্রহণ করা জমিতে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছিলেন স্থানীয় মোসলেম মিয়ার ছেলে মো. জসিম। কাজের সময় হঠাৎ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শ্রমিক সজল ঘটনাস্থলেই মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন খন্দকার বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও ঘটনাস্থলে লাশ পাওয়া যায়নি। আমাদের পৌঁছানোর আগেই চিকিৎসার কথা বলে লাশ সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”





































