২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৪১, ২৭ জুলাই ২০২৫

আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২

আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. আরিফ (৫০) ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. মালেক ভান্ডারীর ছেলে আব্দুল হালিম (৪০)।

টহল দল সূত্রে জানা গেছে, আটককৃত আরিফ ও আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে। তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আটককৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়