আমরা দেশ ও জনগণের সেবক হতে চাই: হাতপাখার প্রার্থী গোলাম মসিহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ আদমজী জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় তিনি আদমজী জেনেভা ক্যাম্প, সোনামিয়া মার্কেট, সুমিলপাড়া, আইলপাড়া, এস.ও রোড ও বার্মা স্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে গোলাম মসিহ বলেন, “আদমজী জেনেভা ক্যাম্পে বসবাসকারী বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। সেবা করার সুযোগ পেলে এখানকার মানুষের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব। বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর সাবমার্সিবল স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “এই এলাকা দীর্ঘদিন ধরে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। আমরা অত্র এলাকাকে মাদকমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।”
সোনামিয়া মার্কেট, এস.ও রোড ও বার্মা স্ট্যান্ড এলাকার প্রসঙ্গে তিনি বলেন, এসব এলাকা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ করা হয়। নির্বাচিত হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
গোলাম মসিহ বলেন, “আমরা দেশ ও জনগণের সেবক হতে চাই। ক্ষমতায় যাওয়া আমাদের মূল লক্ষ্য নয়; বরং ইসলামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি সোহেল প্রধান, সেক্রেটারি আব্দুল মজিদ, ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফেজ বেলাল, আবু জাফর, বিলাল খান, যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।





































