২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-২: কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

নারায়ণগঞ্জ-২: কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি আড়াইহাজার উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

তবে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম আজাদ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মনোনয়ন জমা দেওয়ার সময়কার একটি ছবিতে দেখা যায়, নজরুল ইসলাম আজাদ সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন এবং তার সঙ্গে অন্তত ১২ জন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়