২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৯, ২৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থী দুলালের মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থী দুলালের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, সাধারণ জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আজিজুর রহমান হারেস, মো. সালাউদ্দিন, মো. মোনায়েম, রায়হান ও ইমন হাসান।

সর্বশেষ

জনপ্রিয়