নারায়ণগঞ্জ-৩: হাতপাখার প্রার্থী গোলাম মসিহ’র মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে গোলাম মসিহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সদস্য মাওলানা সানাউল্লাহ নূরী, সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি, মীর আবুল কালাম আজাদী ও মুফতি মোস্তফা কালাম জিহাদী। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তার অনুসারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসময় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান রেনু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোলাম মসিহ ২০২২ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান। এর আগেও তিনি ২০১৪ সালে একই দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র।





































