২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে নিহত আলিফার পরিবারের পাশে মাওলানা মইনুদ্দিন আহমাদ

বন্দরে নিহত আলিফার পরিবারের পাশে মাওলানা মইনুদ্দিন আহমাদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় স্কুলছাত্রী আলিফাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী, শোকসন্তপ্ত পরিবার ও আলিফার সহপাঠীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদে অংশ নেন।

তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা যেন অপরাধীদের পার পাওয়ার সুযোগ করে না দেয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

বিশেষ দোয়া ও মোনাজাতে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “মহান আল্লাহর দরবারে আমরা এই পাশবিক হত্যাকা-ের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন এবং দুনিয়া ও আখিরাতে তাদের কঠোর শাস্তির জন্য প্রার্থনা করছি। পাশাপাশি শোকাহত বাবা-মাকে ধৈর্য ধারণের তৌফিক দান এবং সমাজ থেকে এ ধরনের বর্বরতা চিরতরে দূর করার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি।”

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- কোনো প্রকার গড়িমসি ছাড়াই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষে চার্জশিট প্রদান। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির রায় কার্যকর করা। এলাকায় স্কুলগামী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা।

মোনাজাত শেষে উপস্থিত জনতা প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাতকদের বিচারের আওতায় আনা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি রিদওয়ানুল কাজী মামুনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়