২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

ভিন্ন ভিন্ন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়