২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ২৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে আগ্রাসনবিরোধী প্রতিবাদী মিছিল

বন্দরে আগ্রাসনবিরোধী প্রতিবাদী মিছিল

আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদী মিছিলটি সিরাজউদ্দৌলা ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে নবীগঞ্জ কামাউদ্দিন মোড়ে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যাকা-ের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ- অভি চৌধুরী, হৃদয় ভূঁইয়া, রিফাত হোসেন অন্তু, ফারদিন শেখ, পরশ, মো. স্বাধীন, সামি, মোহাম্মদ সাহেল, মুন্না, সিয়াম, ফাহিম, অনিক, মিদুল, আলিফ, অভি, হাবিব, নাঈম উদ্দিন সানি, আরমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়