২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৮, ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে নিজ নিজ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, আইবিডব্লিউএফ ঢাকা অঞ্চল সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়