নারায়ণগঞ্জে সিপিবির ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের ৩টি আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রার্থী হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইকবাল হোসেন ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় সিপিবির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মস প্রহিত, অগ্নিসংযোগ ও হত্যার মতো ঘটনার মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা নিশ্চিত করে এসব অপরাধীর দমন ও শাস্তি প্রদানের মাধ্যমে ভোটারদের স্বস্তি ফিরিয়ে আনা জরুরি।”
নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইকবাল হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খার বিপরীতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণকে কাস্তের মার্কার প্রার্থীদের ভোট দিয়ে সঠিক পছন্দ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ বলেন, “নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে। ভোটারদের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জরুরি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”





































