২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৪: বিএনপি জোটপ্রার্থী কাসেমীর মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ-৪: বিএনপি জোটপ্রার্থী কাসেমীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি-জমিয়তে উলামায়ে ইসলামের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা।

এ সময় মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং প্রার্থীর ছেলে ইমরান কাসেমী।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন মুফতি মনির হোসেন কাসেমী। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের কাছে পরাজিত হন।

তবে এবার নির্বাচন কমিশনের সংশোধিত বিধিমালা অনুযায়ী জোট প্রার্থী হলেও নিজস্ব দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে। সে অনুযায়ী মুফতি মনির হোসেন কাসেমী এবারের নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ

জনপ্রিয়