২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ২৪ ডিসেম্বর ২০২৫

মাসুদুজ্জামানের উদ্যোগে “কেমন বাংলাদেশ চাই” জনমত সংগ্রহ

মাসুদুজ্জামানের উদ্যোগে “কেমন বাংলাদেশ চাই” জনমত সংগ্রহ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে দুই দিনব্যাপী “কেমন বাংলাদেশ চাই, তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিনে চাষাঢ়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা লিখিত আকারে তাদের মতামত, প্রস্তাব ও প্রত্যাশা তুলে ধরেন।
জনমতগুলোতে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা ও কার্যকর সুশাসনের প্রয়োজনীয়তা, ফ্যাসিবাদী শাসনের সময় সংঘটিত নির্যাতন ও হত্যাকা-ের বিচার, পাচারকৃত অর্থ ফেরত আনা, অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসের দাবিও প্রতিফলিত হয়।

অংশগ্রহণকারীরা শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্য খাতে সাশ্রয়ী সেবা, শহর-গ্রামের বৈষম্য হ্রাস, শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং তরুণ-যুবকদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংকলিত সকল মতামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়