২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ২৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে ৬ দিন ধরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

বন্দরে ৬ দিন ধরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

নারায়ণগঞ্জ বন্দরে ৪ বছরের কন্যা সন্তানসহ ফাতেমা রিফাত মিতু (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। গত ৬ দিন ধরে তাকে ও তার শিশুকন্যাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফাতেমা রিফাত মিতু মাথাব্যথার চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের উদ্দেশ্যে তার নানির বাড়ি (এনায়েতনগর, ২১নং ওয়ার্ড) থেকে রওনা দেন। হাসপাতাল থেকে ফিরে আসতে বিলম্ব হওয়ায় দুপুরে তার স্বামী জুয়েল এবং খালা রুমা ইসলাম মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তী সময়ে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ৬ দিন ধরে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়া যাওয়ায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে খালা রুমা ইসলাম বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ নিখোঁজদের খোঁজে তদন্ত শুরু করেছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করছে।

সর্বশেষ

জনপ্রিয়