২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন বিভ্রান্তির সমাধান হবে দু-একদিনে: টিপু

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন বিভ্রান্তির সমাধান হবে দু-একদিনে: টিপু

নেতাকর্মী ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বুধবার (২৪ ডিসেম্বর) নিজস্ব ফেসবুক একাউন্টে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দলের প্রার্থীর মনোনয়ন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি কিছু দিনের মধ্যেই সমাধান হবে।

টিপু বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের আশা ছিল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। তবে প্রথমে মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছিল, পরে তিনি নিজ থেকে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলে ২০ ডিসেম্বর সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। আর বুধবার অ্যাডভোকেট আবুল কালামকে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, আগামীকাল আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। এতদিন যেহেতু আপনারা অপেক্ষা করেছেন আজকে আগামীকাল ও ২৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন অবশ্যই দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পরপর তিনটি মনোনয়ন দেওয়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করবো কেউ বিভ্রান্ত হবেন না।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৫ আসনে দলের প্রার্থী হিসেবে শিল্পপতি মাসুদুজ্জামানের নাম ঘোষণা করেন। এরপর মাসুদুজ্জামান নিরাপত্তাজনিত কারণে নির্বাচন না করার ঘোষণা দিলে সাখাওয়াত হোসেন দাবি করেন, তাকে আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে কেন্দ্র। কিন্তু এই দাবির কয়েকদিন পর বুধবার আরেক মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম দাবি করেন, দল তাকে আসনটিতে মনোনীত করেছে।

সর্বশেষ

জনপ্রিয়