২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫২, ২৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বন্দরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ বন্দরে উৎসাহ-উদ্দীপনায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বন্দর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সংবাদকর্মী ও সুধীজনরা অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এ খান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার কামরুজ্জামান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এরিক সরকার, নারায়ণগঞ্জে পত্রিকা পরিবেশক কামরুল আনম কাজল, তানজিম আহমেদ, ইত্তেফাকের বন্দর সংবাদদাতা নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, মোঃ কবির হোসেন, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব, অর্থ সম্পাদক লতিফ রানা, সাবেক সহ-সভাপতি মেহেবুব হোসেন ও সহ সাধারণ সম্পাদক জি এম সুমন।

জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রুমন বলেন, “একজন সাংবাদিক তার জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে ও সংবাদপত্রকে বিকশিত করেন। দৈনিক ইত্তেফাক দেশের স্বাধীনতা সংগ্রামের মুখপত্র হিসেবে কাজ করেছে। দীর্ঘ ৭৩ বছর ধরে পত্রিকাটি দাপটের সঙ্গে নিজের অবস্থান ধরে রেখে পাঠকের হৃদয়ে টিকে আছে।”

অন্যান্য বক্তারা ইত্তেফাকের স্মৃতিচারণ করে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়