২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে শিশু আলিফার পরিবারের পাশে সিরাজুল মামুন

বন্দরে শিশু আলিফার পরিবারের পাশে সিরাজুল মামুন

নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১) হত্যাকা-ের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি নিহত আলিফার দড়ি সোনাকান্দাস্থ বাসায় গিয়ে বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় এবিএম সিরাজুল মামুন বলেন, “আলিফাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা একটি পৈশাচিক হত্যাকা-। অতীতে এমন বহু ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় সমাজে বারবার এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দ্রুত আইনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

সিরাজুল মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হত্যার বিচারে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে বিচারের দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, বন্দর থানা সহ-সভাপতি শাহিদুজ্জামান, মুফতি আবু হানিফ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়