নারায়ণগঞ্জ-৪ ও ৫: এনসিপির আল আমিন-তনুর মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপির কেন্দ্রীয় সদস্য, জেলা যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনুর পক্ষে তাদের অনুসারী নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, দলীয় সদস্য নাজমুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
অপরদিকে আহমেদুর রহমান তনুর পক্ষে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য ফারদিন শেখ, ফারাবি মাহতাব মাসুমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।





































