বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রাকিবের মনোনয়নপত্র সংগ্রহ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মহানগর সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সব আচরণবিধি মেনেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ। সদর ও বন্দর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির ভিত্তিতে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য ও সদর থানা সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, সদর থানা সভাপতি হাজী লিয়াকত হোসেন, মহানগর প্রচার সম্পাদক হৃদয় হোসেন, মজলিসে আমেলা সদস্য জাবেদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।





































