ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সেবা: ইলিয়াস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, দেশের ইসলামী দলসমূহ জনগণের ভোটে ক্ষমতায় এলে তারা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করবে, যেখানে সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, সরকারি অফিসে ঘুরতে হবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাসী, যেখানে প্রশাসন দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং সেবাপরায়ণ হবে। নাগরিকরা কোনো হয়রানি বা বৈষম্যভোগ করবেন না। জন্মনিবন্ধন, ভূমি সংক্রান্ত কাজ, ভাতা বা অনুদান, প্রাথমিক চিকিৎসাসহ সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে এবং রাস্তা-ঘাটের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইসলামী দলগুলোর মূল লক্ষ্য সাধারণ মানুষের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের হয়রানি থেকে মুক্তি দেওয়া।
গণসংযোগে ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দিক, মাওলানা সাঈদুর রহমান প্রমুখ।





































