২৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ নভেম্বর ২০২৫

‘এষণ পারফর্মিং স্পেস’র ২ দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

‘এষণ পারফর্মিং স্পেস’র ২ দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

নারায়ণগঞ্জ শহরের নতুন নাট্যদল ‘এষণ পারফর্মিং স্পেস’র উদ্যোগে দুই দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক অভি জাহিদ।

উদ্বোধনী বক্তব্যে অভি জাহিদ বলেন, “শিল্পকে সবার আগে শিল্প আকারে দেখতে শিখতে হবে। শিল্পের মহত্ব ও বিশালত্বকে ফুটিয়ে তোলাই শিল্পীর প্রথম কাজ।”

তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে শিল্প-সাহিত্যকে ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে এষণের অন্যতম লক্ষ্য হলো- শিল্পকে নতুন ফ্যাসিজম উৎপাদনের টুল হওয়া থেকে বিরত রাখা, পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতির মতবাদ ভেঙে দেওয়া এবং শিল্পের মুক্ত বিকাশের পথ তৈরি করা।”

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাট্যকার, নির্দেশক ও ‘এই বাংলা’ নাট্যদলের সংগঠক মিলন মাহমুদ।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকার প্রাচ্যনাট থিয়েটারের অভিনয় শিল্পী সূচনা আফরোজের সেশন দিয়ে সমাপ্ত হবে দুই দিনব্যাপী এই কর্মশালা।

সর্বশেষ

জনপ্রিয়