স্বাধীনতার ৫৫ বছর পরও জলাবদ্ধতা নিয়ে কথা বলতে হচ্ছে: মনির কাসেমী
নারায়ণগঞ্জ জেলা জমিয়েত উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, রাজনীতি কোনো খেলার বিষয় নয়; রাজনীতি হলো একটি পবিত্র আমানত। স্বাধীনতার ৫৫ বছর পরও জলাবদ্ধতা নিয়ে কথা বলতে হয়— এটা লজ্জার বিষয়। আপনাদের ভোটে যদি আগামীদিনে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথম জলাবদ্ধতা দূর করার কাজ শুরু করব। আর মাদকমুক্ত সমাজ গড়বো। যদি এ দুটি কাজ করতে না পারি, তবে দ্বিতীয়বার আর আপনাদের কাছে আসবো না— এটা আপনাদের প্রতিশ্রুতি হিসেবে দিলাম।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফতুল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সমিয় তিনি আরও বলেন, আমি কারও সম্পদের খেয়ানত করব না। আমার কোনো সন্ত্রাসী গ্রুপ নেই। আমি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মা–বোনেরা যাতে নির্ভয়ে চলাচল করতে পারেন— সেই নিরাপদ শহর গড়াই আমার অঙ্গীকার।
আব্দুল সাত্তার মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মনোয়ার হোসাইন, ছাত্রনেতা মোশারফ হোসেন, মুফতি হারুনুর রশিদ, মাওলানা তাজুল ইসলাম, হাফেজ হানজালা প্রমুখ।
সভাস্থলে দল–মত–নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে মাঠ ভরিয়ে তোলে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।





































