‘দেশের মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না’
রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমেদীন, সমাজসেবক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মইনুদ্দিন বলেন, “রাসূলের জীবন থেকে দূরে সরে যাওয়ার ফলেই মানবসমাজে অশান্তি বিরাজ করছে। তাঁর সুন্নাহ অনুসরণের মধ্য দিয়েই মানুষের ইহ ও পরকালীন সফলতা অর্জন সম্ভব। দেশের মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না। আসন্ন নির্বাচনেই এর প্রমাণ মিলবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “রাসূল (সা.)-এর আদর্শ থেকে দূরে থাকার কারণেই দেশে-বিদেশে অশান্তি ছড়িয়ে পড়েছে। শান্তি ফিরিয়ে আনতে হলে কোরআন ও সুন্নাহর প্রতি অটল থাকতে হবে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক ও নাট্য অভিনেতা মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “রাসূল (সা.) শালীন সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করেছেন। কিন্তু যেখানে অশ্লীলতা বা অনৈতিকতার উপাদান রয়েছে, তা পরিত্যাগ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, আলেমে দীন মাওলানা সাইফুদ্দিন মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলী ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিভিন্ন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





































