২৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৯, ২৮ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রূপগঞ্জে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার মায়ার বাড়ি এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কাঞ্চন বাজার এলাকা প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এতে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খান, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তারিকুল ইসলাম তমাল, যুগ্ম আহ্বায়ক মাছুম মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, যুগ্ম সদস্য সচিব হারুন খান, শাহিন ওসমান দোহা, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, সহ-সভাপতি ইফতি হাসান রানা প্রমুখ।

এ সময় মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন, “গণঅধিকার পরিষদের পক্ষে রূপগঞ্জ উপজেলায় প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ায় দলের সভাপতি নুরুল হক নুর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের ভালোবাসা নিয়ে ট্রাক প্রতীকে বিজয়ী হয়ে এই আসনটি নুরুল হক নুর ভাইসহ রূপগঞ্জবাসীকে উপহার দিতে চাই।”

সর্বশেষ

জনপ্রিয়