খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাসুদুজ্জামানের দোয়া
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদগুলোতে স্থানীয় মুসল্লিরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।
এদিন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান কলেজ রোডের আল্লামা ইকবাল রোড জামে মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
দোয়া শেষে মাসুদুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের মানুষের মাঝে ফিরে আসেন।”
দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকলেই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন।





































