২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৬, ২৬ নভেম্বর ২০২৫

এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।  

২০২২ সালের ১৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এটিএম কামালকে বহিষ্কার করে বিএনপি।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়