০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৩, ৪ নভেম্বর ২০২৫

গণসংহতির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ নেতা

গণসংহতির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ নেতা

গত ৩১ অক্টোবর ও ১, ২ নভেম্বর রাজধানীর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে নারায়ণগঞ্জের চার নেতা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন।

তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে। এরপর ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আগত প্রায় সাড়ে চারশো ডেলিগেটের উপস্থিতিতে গঠিত হয় ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে পুনঃনির্বাচিত হন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। নারায়ণগঞ্জের চার নেতা —জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, এবং নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়