০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৫, ৪ নভেম্বর ২০২৫

ধানের শীষে ভোট প্রার্থনা করে খোরশেদের গণসংযোগ

ধানের শীষে ভোট প্রার্থনা করে খোরশেদের গণসংযোগ

বাংলাদেশের অন্যতম পাইকারি খাদ্যপণ্যের বাজার নারায়ণগঞ্জ মহানগরীর নিতাইগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি ব্যবসায়ী ও লোড-আনলোড শ্রমিকদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সারাদেশে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে খোরশেদ বলেন, “আওয়ামী দুঃশাসনে বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি ও আইনের শাসন পুনরুদ্ধার করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফার আলোকে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা শহীদ জিয়া বলেছেন—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে শিরোধার্য মানতে হবে এবং দলীয় প্রার্থীদের বিজয়ী করতে জীবন বাজি রাখতে হবে ইনশাআল্লাহ।”

খোরশেদ বলেন, “দলীয় মনোনয়ন একজন রাজপথের কর্মীর চূড়ান্ত মূল্যায়ন। প্রতিটি কর্মীর চাওয়া দলের স্বীকৃতি। গত ১৭ বছরে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি, তবুও দল ও দেশের স্বার্থে সব সহ্য করেছি। এখন সময় এসেছে দলের সিদ্ধান্ত মেনে বাংলাদেশ পুনর্গঠনের সংগ্রামে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার।”

সর্বশেষ

জনপ্রিয়