‘গডফাদার শামীম ওসমানসহ সকল দোসরদের আইনের আওতায় আনতে হবে’
নারায়ণগঞ্জে লগি বৈঠার তান্ডবের শহীদদের রুহের মাগফেরাত কামনায় মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় হোসিয়ারি সমিতি ভবনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, “পল্টন ট্রাজেডিসহ সারাদেশে আওয়ামী সরকারের লগি বৈঠার হত্যাকা- এক ন্যক্কারজনক ঘটনা ছিল। তারা শহীদদের মায়ের হাসি কেড়ে নিয়েছে এবং পুরো বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে।”
তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জে শহীদ ফয়সালকে যারা হত্যা করেছিল, তাদের মধ্যে শামীম ওসমানসহ দেশ-বিদেশে অবস্থানরত সব দোষীদের বিচারের আওতায় আনা হবে।”
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কারণে জামায়াত অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে জনগণ মিলিতভাবে তাড়িয়েছে।
এছাড়া সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ওপর আওয়ামী সরকারের পুনরাবির্ভাব ঘটতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, “অক্টোবর ভুলে গেলে চলবে না, এর চূড়ান্ত ফলাফল আমরা ‘২৪ এর ৫ আগস্টে পেয়েছি।”
সভা শেষে মাওলানা আবদুল জব্বার সকলের জন্য ন্যায়, ইনসাফ ও সুন্দর বাংলাদেশের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





































