ট্যাক্সি স্ট্যান্ডে টিপুর উপস্থিতিতে দুইপক্ষের হাতাহাতি
শহরের চাঁদমারি মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপস্থিতে দুইপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্ট্যান্ডের চালকরা জানান, জুলাই আন্দোলনের পর জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিকদের কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, মহানগর বিএনপির সদস্য সচিব ও মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির প্রধান উপদেষ্টা আবু আল ইউসুফ খান টিপু তার অনুসারীদের রেখে একপাক্ষিকভাবে কমিটি গঠন করেছে।
পরবর্তী সময়ে এ কমিটির বিরুদ্ধে বেশকিছু অনিয়মের অভিযোগ উঠে। যার ফলে চালকদের একটি অংশ ফের নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সে বিষয়েই মঙ্গলবার দুপুরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে দ্রুত নির্বাচনের দাবি জানালে টিপু বলেন, জাতীয় নির্বাচনের আগে ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির নির্বাচন দেয়া যাবে না। এ নিয়ে দুই পক্ষের তর্কের এক পর্যায়ে হাতাহাতি ও আবু আল ইউসুফ খান টিপুকে লাঞ্ছিতও করা হয়।
আরও অভিযোগ রয়েছে, গত ঈদুল আজহার সময় স্ট্যান্ডের জায়গা দেয়া পশুর হাট দেয়া হয়েছিল। ওই হাটের লাভাংশ স্ট্যান্ডের উন্নয়ন কাজের জন্য ব্যায় করার কথা থাকলেও টিপুর অনুসারী ও স্ট্যান্ডের সভাপতি মো. হারুন শেখ ওই টাকা আত্মসাৎ করে।
নাম প্রকাশে অনুচ্ছিুক একাধিক চালক জানান, ট্যাক্সি স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে টিপু ও ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের অনুসারীরা; দুই পক্ষই সক্রিয়। কিন্তু জাকির খানের অনুপস্থিতিতে টিপু কমিটি দেয়ায় বিরোধীতা সৃষ্টি হয়।
এ বিষয়ে আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমি মাইক্রো ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে একটি সভায় গিয়েছিলাম। তাদের দুইপক্ষের বিরোধ থেকেই হাতাহাতি হয়। আমি তাদের ছাড়ানোর চেষ্টা করেছি। আর জাতীয় নির্বাচনের পর তাদের নির্বাচন দেয়ার কথা জানিয়েছি।’
টাকা আত্মসাতের বিষয়ে তিনি বলেন, “পশুর হাটের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এ বিষয়ে আমি কিছু জানি না।”
এদিকে সন্ধ্যায় একই অভিযোগে টিপুর বিরুদ্ধে মাইক্রো ও ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল অনুষ্ঠিত হয়।





































