২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৪, ২৫ অক্টোবর ২০২৫

বাম গণতান্ত্রিক বিকল্প সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাম গণতান্ত্রিক বিকল্প সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান রোধে বামপন্থী গণতান্ত্রিক শক্তির বিকল্প সরকার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সোনারগাঁ থানা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার উদ্ধবগঞ্জ বাজার বটতলা মোড়ে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি সোনারগাঁ থানা শাখার সম্পাদক আব্দুল বাতেন। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন। এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুল, সোনারগাঁ থানা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ও শ্রমিক নেতা আনিসুজ্জামান প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, “দেশ আজ নানামুখী সংকটে নিমজ্জিত। রাজনৈতিক সংকট, সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক ষড়যন্ত্র জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তি নষ্ট করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।”
তারা বলেন, “সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও লুটপাটের রাজনীতির বিপরীতে একটি শোষণমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।”

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নারী বিদ্বেষ ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণমানুষের ঐক্য গড়ে তুলতে হবে।

এছাড়া তারা বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয় ও সম্পদের বৈষম্য দূরীকরণ, এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়