০৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৯, ৭ অক্টোবর ২০২৫

শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ছাত্র ফেডারেশনের

শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী। এছাড়া নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জের সংগঠক আব্দুল আহাদ ও সোহাগ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, বিদ্যমান হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন এবং শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধিসহ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে এবং জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও কাজ করবে।”

পরিশেষে নবনির্বাচিত প্রতিনিধিদের তিনি শুভেচ্ছা জানান।

সর্বশেষ

জনপ্রিয়