আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ে তোলা: মাসুদ

নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ। বুধবার (২৭ আগস্ট) শহরের মেট্রোহল সংলগ্ন ট্রাফিক অফিস পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পরিস্থিতির উন্নয়নে ট্রাফিক কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো এবং অফিস পরিচালনা নির্বিঘ্ন করতে কিছু আসবাব ও সরঞ্জামের প্রয়োজন ছিল। মডেল গ্রুপের পক্ষ থেকে এর ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য মডেল গ্রুপ ও নারায়ণগঞ্জ চেম্বার যৌথভাবে ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে। “আমাদের মূল লক্ষ্য একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ে তোলা। আমরা আশা করি, এই উদ্যোগের ফলে ট্রাফিক বিভাগ আরও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।”
এ সময় তিনি নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন পুলিশ সুপার শহরে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং অবৈধ ফুটপাত দখল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী।”
অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।