১৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৩, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার মেঘনা প্রতাপেরচর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাড়ির নিচতলায় এ মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজি সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক হাজি মোমেন খান, আব্দুর রউফ, মজিবুর রহমান, সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, মো. কাউসার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট ফেনীর ফুলগাজীতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। শৈশব-কৈশোর কাটে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে সশস্ত্র হামলায় নিহত হওয়ার পর দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া।

সর্বশেষ

জনপ্রিয়