শ্রমিক হত্যার বিচার ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার দায়ে কারখানার মালিকসহ সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সংবিধান ও আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধনের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন—জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সংগঠনিক সম্পাদক এম এ শাহীন, আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাবুল, অর্থ সম্পাদক কিশোর লাল, সদস্য দুলাল সাহা এবং হকার নেতা আব্দুস সালাম।
নেতৃবৃন্দ বলেন, “শ্রমিক হৃদয়কে চুরির মিথ্যা অভিযোগে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালিকের হুকুমে। কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অপরাধী কারখানার মালিককে গ্রেফতার করা হচ্ছে না। তাকে রক্ষা করতে সরকার ও মালিকচক্রের মধ্যে ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তারা আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও শ্রমিক শোষণ ও নির্যাতন বন্ধ হয়নি। ছাঁটাই, মামলা ও হয়রানির মাধ্যমে শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। এই পরিস্থিতি শিল্প উন্নয়নের জন্য হুমকি। শ্রমিকদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, “স্থায়ী মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। পাশাপাশি শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল ও আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন করে নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করতে হবে।”