১২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ১১ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষে মতামত গ্রহণ কাউন্সিল

ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষে মতামত গ্রহণ কাউন্সিল

নারায়ণগঞ্জ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামত গ্রহণ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় নারায়ণগঞ্জে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাও. লোকমান হোসাইন জাফরী বলেন, “দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য সীমাহীনভাবে বেড়েছে। তাদের কাছে সাধারণ মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়েছে। এই হায়েনা-সন্ত্রাসীদের প্রতিহত করতে আরেকটি ‘জুলাই আন্দোলন’ প্রয়োজন হয়ে পড়েছে।”

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে হওয়া উচিত। এতে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে এবং ‘ভোট পঁচে গেছে’ বলার সুযোগ থাকবে না। দেশের জনগণের ভোট আমাদের কাছে অত্যন্ত দামী। আমরা চাই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সকল শ্রেণির প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক।”

সর্বশেষ

জনপ্রিয়