২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ২১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় জাগরণী সংসদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জাগরণী সংসদের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূইয়া জুলহাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া জুয়েল, জাগরণী সংসদের সভাপতি এনামুল হক ভূঁইয়া বাদল, সহ-সভাপতি কামাল ভূঁইয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ ডলার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সহ-সাধারণ সম্পাদক আজিম মোল্লা বাপ্পি ও মিজানুর রহমান টুটুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন খোকা সিকদার, অয়ন সিকদার, সোহেল সিকদার, সাজু খান, রিপন, মাসুম ভূঁইয়া, জয়নাল আবেদীন ভূঁইয়া, স্বপন ভূঁইয়া, হযরত, হিরু, সুমন মোল্লা, কালাম মোল্লা, আরজু, ইমরান হাসান খোকাসহ জাগরণী সংসদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়