১১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১০ ডিসেম্বর ২০২৫

মানবাধিকার সুরক্ষায় শোভাযাত্রা

মানবাধিকার সুরক্ষায় শোভাযাত্রা

“মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচি, মোসলেমা খাতুন লাবণ্যসহ স্বেচ্ছাসেবক ও তরুণ উদ্যোক্তারা।

চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া বলেন, “মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। যারা মানবাধিকার লঙ্ঘন এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে।”

উপ-পরিচালক হাসিনা মমতাজ বলেন, “মানবাধিকারকে বিশ্বাসের অংশ হিসেবে প্রচার করা উচিত, যাতে প্রতিটি মানুষের জীবন মর্যাদা ও অধিকারবোধের সঙ্গে প্রতিষ্ঠিত হয়। মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি।”

সর্বশেষ

জনপ্রিয়