নির্বাচনী আচরণবিধি মেনে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ তাঁর নির্বাচনী এলাকায় স্থাপিত সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচারসামগ্রী সরিয়ে ফেলেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সারাদিনজুড়ে তাঁর সমর্থকদের মাধ্যমে এসব আগাম প্রচারসামগ্রী অপসারণ করা হয়।
গত বুধবার (১০ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারণা সরিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। সে প্রজ্ঞাপনের আলোকে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন স্থানে ঝুলানো প্রচারণা সামগ্রী তুলে ফেলা হয়।
এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামানের পক্ষ থেকে জানানো হয়, “আজকের পর থেকে মাসুদুজ্জামানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ব্যানার-পোস্টার প্রিন্ট বা প্রদর্শন করলে তার দায়ভার তিনি নেবেন না। বরং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর দায়িত্ব বহন করতে হবে।”





































