১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ১১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে শব্দদূষণ নিয়ে বাকবিতণ্ড, বসতবাড়িতে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে শব্দদূষণ নিয়ে বাকবিতণ্ড, বসতবাড়িতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি বাগমারা পূর্ব বক্সনগর এলাকায় ভবন নির্মাণ কাজে অতিরিক্ত শব্দদূষণ বন্ধ করতে বলায় এক পরিবারের ওপর হামলা ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ডেমরা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এছাড়া গত ৭ ডিসেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

অভিযুক্তরা হলেন মৃত মমিন মিয়ার ছেলে আলমগীর (৪৪), তার ছেলে শাহাদাত হোসেন সুজন (২৩), স্ত্রী সুমি (৩২) এবং মৃত রফিকের মেয়ে আন্না (২৮)।

অভিযোগের বাদী সুমাইয়া আক্তার বন্যা জানান, বেশ কিছুদিন ধরে তাঁদের বাড়ির পাশেই বিবাদীরা ভবন নির্মাণ কাজ পরিচালনা করছেন। এতে প্রচণ্ড শব্দদূষণে তাঁর অসুস্থ বাবার শারীরিক সমস্যা বাড়ছিল। বিষয়টি নিয়ে শব্দ কমানোর অনুরোধ করলে বিবাদীরা গালিগালাজ করেন।

এরই জেরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিবাদীরা অতর্কিত হামলা চালিয়ে তাঁর বাবাকে গুরুতর রক্তাক্ত জখম করেন। বাধা দিতে গেলে বাদীসহ পরিবারের অন্য সদস্যদের ওপরও হামলা করা হয়। এসময় তাঁদের ঘরের থাইগ্লাস ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়।

বন্যা আরও জানান, “আমরা থানায় অভিযোগ দিয়েছি। পরিবার নিয়ে আতঙ্কে আছি। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”

সর্বশেষ

জনপ্রিয়