মানবাধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে মানবাধিকার দিবস উপলক্ষে তিনটি মানবাধিকার সংগঠনের যৌথ ব্যানারে র্যালি বের করা হয়। পরে র্যালিটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশনের’ সভাপতি শাহ আলম, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক আনিসুল হক হীরা।
এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মিন্টু, শুক্কুর মাহমুদ জুয়েল, এড. মণি গাঙ্গুলি, এড. এস.এ. বিপ্লব, সাকিলা ইসলাম, মাহফুজা আক্তার, হারুন অর রশিদ সাগর, ও ওয়ারদে রহমানসহ আরও অনেকে।
বিশ্ব মানবাধিকার দিবসের এই কর্মসূচিতে বক্তারা মানবাধিকারের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।





































