১০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ৯ ডিসেম্বর ২০২৫

রোকেয়া দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা

রোকেয়া দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় ২নং রেলগেইটস্থ বাসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। এছাড়া বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব এবং মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।

আলোচনার আগে নেতৃবৃন্দ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। তিনি নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি, নারীর সামনে প্রতিবন্ধকতা দূর করার সাহস ও আত্মবিশ্বাস গঠনের লক্ষ্যে জীবনভর সংগ্রাম করেছেন। তিনি শিক্ষার প্রসার ঘটিয়েছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন ও সংগঠন গড়ে তুলেছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নেই। নারী আজও অর্থনৈতিক শোষণ ও পুরুষতান্ত্রিক মানসিকতার নির্যাতনের শিকার। সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীর ক্রিয়াকলাপ, মব সন্ত্রাস এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার কারণে দেশের নারীরা প্রতিনিয়ত ঝুঁকিতে আছে।

সভা থেকে নেতৃবৃন্দ বলেন, এই শোষণমূলক সমাজ ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের লড়াই, নারী মুক্তির আন্দোলন ও সকল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে বেগম রোকেয়া আজও অনুপ্রেরণার উৎস।

সর্বশেষ

জনপ্রিয়