১০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ৯ ডিসেম্বর ২০২৫

সাইবার সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের মতবিনিময় সভা

সাইবার সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের মতবিনিময় সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সাইবার সহিংসতাসহ সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে তরুণ প্রজন্মসহ নারী-পুরুষের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ। এবারের মূল প্রতিপাদ্য ছিল- “নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন এবং তাদের অগ্রসরতা নিশ্চিত করুন।”

সভা পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আজিজা। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির এবং সাধারণ সম্পাদক রহিমা খাতুন।

মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন অধ্যাপক মাসুদা আক্তার, অধ্যাপক ময়না বেগম, সমাজ সংগঠক দুলাল সাহা, সাংবাদিক ইউসুফ আলী এটম, শিক্ষক বিজয় কর্মকার, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য শিশির চক্রবর্তী, রোভার স্কাউট মারিয়া জাহান মিতু ও আনজিলা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সুবিধা যেমন উন্নয়নকে এগিয়ে নিচ্ছে, তেমনি এর অপব্যবহার ভয়ঙ্করভাবে বাড়ছে। বিশেষ করে নারীর ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল, মানহানি ও হুমকি দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মোবাইল ও ইন্টারনেট আসক্তি এখন ‘সামাজিক রোগে’ পরিণত হয়ে পরিবার ও সমাজ উভয়কে ক্ষতিগ্রস্ত করছে।

তারা আরও বলেন, সাইবার সহিংসতা প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি পরিবারকে সচেতন ভূমিকা নিতে হবে। তরুণ–তরুণীসহ সবার জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, জরুরি সেবা ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে সহায়তা পাওয়া গেলেও তা আরও দ্রুত ও কার্যকর করা প্রয়োজন। সাইবার নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

তারা মনে করিয়ে দেন, শুধু আইন নয়- পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত সামাজিক আন্দোলন ছাড়া সাইবার সহিংসতা রোধ সম্ভব নয়। সচেতনতা, আইন প্রয়োগ ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়েই নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় মহিলা পরিষদের সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পালসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়