চাঁদাবাজ-দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমাজ চাই: মাওলানা জব্বার
নারায়ণগঞ্জের বন্দরের বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামী সমর্থিতদের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক সমাজ গঠনসহ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন।
মাওলানা জব্বার বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সততার পথে থেকে জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আমরা চাঁদাবাজমুক্ত, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমাজ চাই।”





































