দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহীদুল ইসলাম
দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংস্থা ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সদস্য হয়েছেন কাশীপুরের সামাজিক সংগঠক শহীদুল ইসলাম খাঁ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
শহীদুল ইসলাম খাঁ একজন সামাজিক সংগঠক এবং ‘আলোকিত কাশীপুর’ নামে একটি ফেসবুক গ্রুপের এডমিন। এ গ্রুপের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ তিনি কাশীপুরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি পেশায় একজন ব্যবসায়ী।
কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন, “দুর্নীতি প্রতিরোধ কমিটি সমাজের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এমন গুরুত্বপূর্ণ সংস্থার কর্যনির্বাহী কমিটির সদস্য করার জন্য আমি কৃতজ্ঞ। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা করবো।”





































