১০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ৯ ডিসেম্বর ২০২৫

‘বেগম রোকেয়ার শিক্ষা ও সমতার দাবি আমাদের সংগ্রামের প্রেরণা’

‘বেগম রোকেয়ার শিক্ষা ও সমতার দাবি আমাদের সংগ্রামের প্রেরণা’

‘রোকেয়া দিবস’ উপলক্ষে রোকেয়া পাঠচক্রের উদ্যোগে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় মওলানা ভাসানী পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাঈদুর রহমান। সভার উত্থাপনা করেন রোকেয়া পাঠচক্রের সংগঠক মৌমিতা নূর।

ফারহানা মানিক মুনা বলেন, “আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা। বেগম রোকেয়া একটি আন্দোলনের নাম। তার শিক্ষা ও সমতার দাবি আজও আমাদের সংগ্রামের প্রেরণা। শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

সাঈদুর রহমান বলেন, “নারীর মুক্তির পথে পুরুষের দৃষ্টিভঙ্গি বদল ও নারী শিক্ষার প্রসার অপরিহার্য। সমাজের প্রতিটি নারী তার নিজের ও সমাজের উন্নয়নের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। বেগম রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নয়, বরং সমাজ সংস্কারকও বটে।”

রোকেয়া পাঠচক্রের সংগঠকরা বলেন, “সমাজের প্রতিটি নারীর বিকাশে শিক্ষার বিকল্প নেই। আমরা বেগম রোকেয়াকে স্মরণ করি এবং বর্তমান সমাজে প্রতিটি স্তরের নারীর কণ্ঠস্বর ধারণ করে দৃষ্টিভঙ্গির বদল ঘটাতে চাই। নারী ও পুরুষ পরস্পরের সহায়ক হবে, মুখাপেক্ষী নয়।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোকেয়া পাঠচক্রের সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা, অনামিকা চৌধুরী, আশা মনি সুরভী, মিথিলা, নাবিলা, ফৌজিয়া তাসনিম, ইলমা আক্তার, মিতু, সুমাইয়া, সুরভী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়