৫ আগস্টের পূর্বের বাংলাদেশ আমরা চাই না: মাওলানা জব্বার
চ্যানেল ২৪-এর বিশেষ অনুষ্ঠান ‘ব্যালটে বাংলাদেশ’ নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এন. মোহাম্মদ গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল-আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুর রহমান সবুজ।
আলোচনায় নারায়ণগঞ্জের যানজট সমস্যা, চিকিৎসা সেবা এবং ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “৫ আগস্টের পূর্বে যে বাংলাদেশ ছিল তা আমরা চাই না।”
তিনি জনগণের জুলুম, সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে মুক্তির আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে দাবি করেন যে, স্বাধীনতার পরে তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো দুর্নীতি হয়নি।
তিনি জানান, “আমরা ৫ আগস্টের পরে সকল আহত এবং নিহত লোকদের হাতে অর্থ সহায়তা করেছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই মানুষের কাছে পৌঁছাবো।”
এছাড়া তিনি তার বক্তব্যে নানাভাবে “টর্চারের শিকার” হওয়ার কথা উল্লেখ করেন। তবে তিনি তার সাংগঠনিক দক্ষতা নিয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সব সমস্যা দূর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাওলানা আবদুল জব্বারের কাছে আরও একটি প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন, “শেষ ভালো যার, সব ভালো তার”- এটিকে সামনে রেখে তিনি জনগণের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করবেন, তা ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীরা তাদের অবস্থান ও প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরেন।





































