নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে এনসিপির প্রার্থী আল আমিন ও তনু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জের দুটি আসন—নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫— এ প্রার্থী ঘোষণা করা হয়েছে আব্দুল্লাহ আল আমিন ও আহমেদুর রহমান তনুকে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জেলা সমন্বয়কারী এডভোকেট আব্দুল্লাহ আল আমিনের। শুরু থেকেই তার নাম আলোচনায় ছিল; অন্য কোনো নেতা মনোনয়ন ফরম সংগ্রহ না করায় এই আসনে তার মনোনয়ন প্রায় নিশ্চিতই ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করা আব্দুল্লাহ আল আমিন পেশায় একজন আইনজীবী। তিনি এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু মোকাবেলা, নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করার আন্দোলনসহ নাগরিক সমস্যা সমাধানে কাজ করে ভোটারদের মধ্যে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু। যদিও এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম আলোচনায় ছিল, তবুও তনুর মনোনয়ন প্রায় নিশ্চিত ছিল বলে দলীয় সূত্র জানিয়েছে। এ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী।
আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক। তিনি রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন—তার বাবা প্রয়াত আব্দুর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবনে তিনি নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে “ক্রান্তি খেলাঘর”, “উদীচি”, “ঐকিক থিয়েটার”, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রথম পর্যায়ের ঘোষণায় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের প্রার্থী নির্ধারণ করা হলেও জেলার বাকি তিনটি আসনের নাম পরবর্তী ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।





































