খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের (সদর থানা) যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুর প্রয়াত সন্তানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর নারায়ণগঞ্জ সদর থানার কিল্লা শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের (সদর থানা) যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদরুল আলম শ্যামল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সদর থানার আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠানে মোহাম্মদ বদরুল আলম শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তাঁর সুস্থতা আমাদের একান্ত কাম্য।” তিনি আরও বলেন, “আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। দলমত নির্বিশেষে সারা বাংলাদেশ তাঁর জন্য প্রার্থনা করছে। সবাই যার যার অবস্থান থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।”
পরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং প্রয়াত শিশুটির আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনাও করা হয়।





































