জনতার মতামত নিয়ে কাজ করবো: মাসুদুজ্জামান
নাগরিকদের চাহিদা অনুযায়ী নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা— শহর ও বন্দরের নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ।”
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভোটারদের ভবিষ্যৎ পরিকল্পনা ও মতামত জানতে স্থাপিত ‘প্রত্যাশার ক্যানভাসʼ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জনগণের আকাঙ্ক্ষা ও নাগরিক সমস্যাগুলো জানতে সদর ও বন্দরের একাধিক স্থানে ‘প্রত্যাশার ক্যানভাস’ নামে এক অস্থায়ী হোয়াইটবোর্ড স্থাপন করেন বিএনপির এ প্রার্থী। এ ক্যানভাসে নাগরিকদের জনপ্রতিনিধির প্রতি প্রত্যাশা ও সরাসরি মতামত লেখার সুযোগ করে দেওয়া হয়েছিল।
সদর ও বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা এসব ক্যানভাসে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের প্রত্যাশা ও মতামত লিখিতভাবে ক্যানভাসে তুলে ধরেন।
এ কর্মসূচির সমাপনী দিনে মাসুদুজ্জামান বলেন, “নাগরিকের প্রত্যাশা জানার জন্য আমরা কিছু জায়গায় লেখনীর আয়োজন করেছিলাম। তারা লিখবে আগামীর নারায়ণগঞ্জ কেমন চায়। ছাত্র, যুবক, প্রবীণদের কাছ থেকে যে মন্তব্য পেয়েছি এটা নিয়ে আমরা কাজ করবো।”
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এ কারণেই নাগরিকের মতামত নেওয়ার এ কার্যক্রম। জনতার মতামতের উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ, এবং আগামীর নারায়ণগঞ্জ গড়বো।”
“শিক্ষার্থীরা যানজট ও মাদক মুক্ত শহর চান”— উল্লেখ করে ধানের শীষের এ প্রার্থী বলেন, “শিক্ষার্থীদের দাবি বেশি না। আমার এবং ওদের দাবি একই। যানজট ও মাদকমুক্ত একটি সবুজ শহর চায় তারা। জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে এদের দাবি নিয়ে আমাদের পথচলা হবে। মতামতগুলোর আলোকে চলার চেষ্টা করবো।”
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





































